Skip to content
Home » নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর

নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর

উচ্ছ্বাস আর আনন্দ মাখা যাত্রায়
১৪১৬ বঙ্গাব্দের পথে হাঁটি হাঁটি পা পা ….
নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর!

কমে আসা চালের দামে অন্ন জুটবে পেটে,
কেরোসিন সহ জ্বালানী তেলের কমবে দাম,
ভয়াবহ লোডশেডিঙের দাপট কমবে হয়তো।
নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর!

রাস্তায় সর্বস্ব খোয়াবেনা কোন অসভ্যের হাতে,
কন্যারা হেঁটে যাবে পথ ধরে উচ্ছ্বল নিশ্চিন্তে,
ট্র্যাফিক জ্যাম কেড়ে নেবেনা স্বর্ণসম মুহূর্ত।
নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর!

হরতালের ডাকে সাড়া দেবেনা বাঙ্গালী,
জ্বালাও-পোড়াও রাজনীতি হবে পরাহত,
অর্থহীন দ্বন্ধে খালি হবেনা কোন মায়ের বুক।
নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর!

বাক্ স্বাধীনতায় নিশ্চিন্তে গাইবে বাঙ্গালী মুখ,
তথ্য স্বাধীনতায় সত্য জানবে সবাই,
অপসাংবাদিকতার অত্যাচারে বিদ্ধ হবেনা জাতি।
নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর!

নববর্ষের রঙিন ছোপ অমলিন রবে বছরব্যাপী,
বাঙ্গালিয়ানা রয়ে যাবে বোশেখ শেষেও,
লাল-পাড়, শাদা-জমিনঃ শুভ্রতা ছড়াবে অন্তহীন।
নববর্ষে আশায় বাঁধা বুক ১৫ কোটি বাঙ্গালীর!

Leave a Reply