সমুদ্রের সব জল তুলে নেবো দু-হাতে
গোপনে সঞ্চিত মুক্তা তুলবো ঝিনুক সমেত;
তুলে দেবো তব হাতে।
আকাশের সব তারা বেঁধে নেবো
বানাবো তোড়া আলোকগুচ্ছ সমাহারে;
সমর্পিব তব হাতে।
পরিবার, পরিজন ছেড়ে-ছুড়ে সব
নিরিবিলি একাকী তুমি-আমি;
গড়বো নতুন পৃথিবী দু-জনে।
হেঁটে যাবো দৃপ্ত পদে বহুদূর
পাড়ি দেবো হিমালয় ক্লান্তিবিহীন;
সবশেষে, দাঁড়াবো তোমার সামনে।
যুদ্ধের ময়দানে রবো সম্মুখ সমরে
বুলেটবিদ্ধ তাজা লাল রক্তে;
সবুজ প্রান্তরে আঁকবো তব নাম।
নাহ্! অর্থহীন কথার প্রতিশ্রুতিমালা
দেবোনা তোমায় তুলে।
বিশ্বস্ত, গভীর ভালবাসার ক্যানভাস দেবো;
তোমার বিশ্বাসে, ভালবাসার তুলিতে
এঁকে নেবে আমায়,
তোমার কল্পনার বাস্তবতায়-
অলিকতা বিহীন, সত্যের উপরে।