Skip to content
Home » দ্বিতীয় আমি

দ্বিতীয় আমি

নীল আকাশ, সবুজের শ্যামলিমা
আর কুড়ে ঘড়ের দৃশ্যে প্রাচীনত্বের ছোঁয়া।
কালো ধোঁয়ার অন্ধকারাচ্ছন্ন নীল,
বিলীন শ্যামলিমায় পাথুরে প্রাচীর……
আধুনিকতার উগ্র দর্শন।
অস্থিরতা কাটিয়ে ভীতিকর গহ্বরে ডুবে যাই,
অন্ধকারের আরো অতলে।
কালো পিচের কৃত্রিম পথে হেঁটে চলা,
সোডিয়ামের আলোয় দেহের পরিবর্তিত রং-
আরো ভীতি জাগায়।

প্রাণের অস্তিত্ববিহীন আধুনিকতা
নীল ক্যাকটাসে, সিগারেটের ধোঁয়ায়,
সাহিত্য বৃত্তের আড্ডায়,
জীবন স্পন্দনের ব্যর্থ অনুসন্ধান।

দ্বিতীয় আমি খুঁজে ফেরে আবার-
নীল আকাশ, সবুজের শ্যামলিমা
আর কুঁড়ে ঘড়ের দৃশ্য……
দম বন্ধ করা প্রাচীন সৌন্দর্য!

Leave a Reply