আলো ছায়ার রহস্যময় পরিবেশ
সিগারেটের ধোঁয়া, শারাবের গ্লাস,
নেশার পিঞ্জরে শৃঙ্খলিত আমি
বোধশক্তি আধো লুপ্ত, আধো জাগ্রত।
তবু নিজেকে চিনে নেই ঠিক
মানুষের সাথে পশুর বৈশিষ্ট্যের পার্থক্যে,
আমি নই, সত্যিই আমি নই
শারাবই ঘটিয়েছে অকর্ম যত।
আরেক গ্লাস প্লেটে চালানের প্রতীক্ষা
আমার নশ্বর দেহটা হয়ে যাবে শারাব দাস,
দাসের সেবায় আনন্দিত শারাব
হোঃ হোঃ অট্টহাসিতে প্রকম্পিত হবে।
সূর্যোদয়ে যোজন যোজন ফারাক
শারাব দাস আর ভদ্র মুখোশে,
প্রভু শারাব প্রতীক্ষায় থাকে
কখন সন্ধ্যা নামবে!