Skip to content
Home » ভেঙ্গে গেছে ঘুম

ভেঙ্গে গেছে ঘুম

উন্নয়নের ধারায় প্রতিযোগিতা চলে
দিন বদলের যাত্রায়।
শ্বেতপত্রে দুর্ণীতির সাক্ষ্য,
যুদ্ধাপরাধী বিচার, নব শিক্ষানীতি,
ফিরে যাওয়ার প্রত্যাশা-
বাহাত্তরের সংবিধানে।
বদলে যাওয়া- ডিজিটাল বাংলায়!

তবু আঁধারে ঢাকে শহর,
নেশাখোরের হাতে ধারালো চাকু,
বাসের ভীড়ে স্তন পিষ্ট তরুণী,
অনাহারী বাঙ্গালীর করুণ চোখ,
পুলিশের হাতে জনতার মৃত্যু,
জ্বালাও- পোড়াও রাজনীতির ধারা,
সরকারী পীড়নে আবারো রক্তাক্ত বিরোধী….

সব আগের মত, বদলায়নি কিছু!
স্বপ্ন দেখছিলাম শুধু,
ভেঙ্গে গেছে ঘুম!

Leave a Reply