ভাল্লাগেনা থাকতে মাগো
চার দেয়ালের মাঝে,
একই রুটিন সব কটা দিন
সকাল- সন্ধ্যা- সাঁঝে!
ভাল্লাগেনা খেলাধূলা
নিয়ম করে পড়তে বসা,
ভাল্লাগেনা খাওয়া- দাওয়া
পাচ্ছেনা মন কোন দিশা।
কি না’কি এক রোগ এসেছে
জগৎ জুড়ে সকল দেশে,
খোলা হাওয়ায় ঘুরতে যাওয়া
বন্ধ করলো অবশেষে।
দিদার সাথে হাতটি ধরে
স্কুলেতে যেতাম তখন,
বাবার সাথে ফেরার পথে
বকবকানো হয়না এখন।
মামার কোলে লাফিয়ে উঠে
পথ চলাতে ভারী মজা,
সুন্দর সব স্মৃতিগুলো
হৃদয় খাতায় আজো তাজা।
ইচ্ছে করে গ্রেনির সাথে
গির্জা মাঠে দৌঁড়টি দিতে,
মেলায় গিয়ে মায়ের সাথে
পুতুল, গাড়ী বেছে নিতে।
ইচ্ছে করে নৌকা চড়ে
আকাশ দেখে চোখ জুড়াই,
নদীর বাতাস গায়ে মেখে
প্রাণটা খুলে বুক ভরাই।
ছাদে গিয়ে মাঝে মাঝে
বন্দী মনে রঙ লাগাই,
তাতেও আছে ভয়ের ছায়া
থাকতে পারে ভাইরাস ছাই!
ভয়ের দিনের শেষটা কবে
বলতে পারো মাগো?
চুপ করে মা, বাবাও কেন
করুণ হেসে তাকিয়ে থাকো?