কতটা পঁচে গেলে পরে
আত্মার মৃত্যু হয় মানুষের?
দেশে তৈরী মাস্কে যখন
আমদানীর ছাপা পড়ে টাকার রঙে,
সস্তা পলিথিন, রাতারাতি হয়
সস্তা পলিথিন, রাতারাতি হয়
মহামূল্যের ভিনদেশী ‘পিপিই’,
দুর্ণিতির জাদুর কাঠিতে!
ততটা পঁচে গেলে?
কতটা পঁচে গেলে পরে
আত্মার মৃত্যু হয় মানুষের?
করোনার কামড়ে ঘৃণ্য হয় যখন প্রতিবেশী
আদিম সমাজচ্যুতির আধুনিক মহড়ায়,
ডাক্তারের নীড় হয় চূর্ণ
হৃদয়ে রক্ত ঝড়ানো অমানবিক পাথরে,
৭১’র সেই গর্বিত বাংলায়!
ততটা পঁচে গেলে?
কতটা পঁচে গেলে পরে
আত্মার মৃত্যু হয় মানুষের?
সত্য লুকিয়ে যখন ঘুরে হাসপাতালে
মৃত্যুর বীজ বুনে চলে জনে জনে নীরবে,
পুলিশী লাঠির নির্দয় আঘাতকে
ত্রাতা হতে হয় জনতাকে ঘরে ফেরাতে,
২০ সালের এই অবাক বাংলায়!
ততটা পঁচে গেলে?
কতটা পঁচে গেলে পরে
আত্মার মৃত্যু হয় মানুষের?
ব্যবসার ওজনে যখন মানবতা পরাজিত
বাংলার বিস্ময় পাল্লার উল্টো নিক্তিতে,
ব্যুরোক্রেসির ঔপনিবেশিক ভূত চেপে বসে
বিজ্ঞানের দেশীয় আবিষ্কারে।
অযুত স্বপ্নের আশা জাগিয়ে!
ততটা পঁচে গেলে?
কতটা পঁচে গেলে পরে
আত্মার মৃত্যু হয় মানুষের?
মৃত্যুর খুব কাছে চলে যাওয়া
ছয়শত চিকিৎসক- শত সহকারী,
পুলিশি উর্দির নীচে রক্তমাংসের ১৪০০ প্রাণ…
দুইশত পেরোনো মৃত্যুর করুণ মিছিল।
জাগাতে পারেনা মানবতা কোনভাবে!
ততটা পঁচে গেলে?