শত বছরের দীর্ঘ উপন্যাসে
জুড়ে দিলে সহস্রাধিক পাতা, অবলীলায়!
পুরাতন পথ নিয়ে এলে তুমি নতুন দিগন্তে
সজীব জীবনের তেজোদ্দীপ্ত স্পর্শে।
তোমার মেষেরা আজ হেঁটে চলেছে
শান্তি সরণীতে, ন্যায্যতা’র নিত্য আবাস যেখানে;
মিলন সমাজে, আনন্দের পূর্ণতা খুঁজে পেতে;
অলেখা অধ্যায় তাই শেষ হবে একদিন।
হৃদয়ে অপূর্ণতার রিক্ততা সুর তোলে শুধু,
শেষ পংক্তিগুলো আর লিখতে আসবেনা বলে।