Skip to content
Home » শেষ পংক্তি

শেষ পংক্তি

শত বছরের দীর্ঘ উপন্যাসে
জুড়ে দিলে সহস্রাধিক পাতা, অবলীলায়!
পুরাতন পথ নিয়ে এলে তুমি নতুন দিগন্তে
সজীব জীবনের তেজোদ্দীপ্ত স্পর্শে।

তোমার মেষেরা আজ হেঁটে চলেছে
শান্তি সরণীতে, ন্যায্যতা’র নিত্য আবাস যেখানে;
মিলন সমাজে, আনন্দের পূর্ণতা খুঁজে পেতে;
অলেখা অধ্যায় তাই শেষ হবে একদিন।

হৃদয়ে অপূর্ণতার রিক্ততা সুর তোলে শুধু,
শেষ পংক্তিগুলো আর লিখতে আসবেনা বলে।

Leave a Reply