Skip to content
Home » স্বপ্ন গোধূলি

স্বপ্ন গোধূলি

শান্ত কর্ণফু‌লি ত‌টে
ইট সি‌মে‌ন্টের ধূসর নগ‌রে,
সবু‌জের ই‌তিউ‌তি ইতস্তত
এখ‌নো টি‌কে আ‌ছে আশায়।

আকাশ এখ‌নো মে‌ঘে সা‌জে
ভাল‌বে‌সে ছুঁ‌য়ে যায় কর্ণফু‌লির গাল,
প্রজ‌ন্মের চো‌খে সাহসী আশা
স্বপ্ন গোধূ‌লির আ‌লোয় রাঙা‌বে ব‌লে!

~ স্বপ্ন গোধূ‌লির অ‌পেক্ষায় প্রিয় কন্যা
২৬ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দ

Leave a Reply