এত তাড়া ছিল তোমার…
এত অভিমান জীবনের তরে?
একাকী ভাসালে তরী
নীরবে, নিভৃতে ঊর্ধ্বলোক পাড়ে!
শব্দহীন মৃত্যু আসে পদচিহ্নহীন
ছায়া ফেলেনা কোন বসুধায়,
তুলে লয় প্রিয় ফুল মনের মতন
অলঙ্কারে সাজাতে ওপাড়ের কানন।
পরম শান্তিতে যাও সে কাননে,
জীবনের কথা হবে একদিন অতীতের মত।
সেদিন দুঃখ গাঁথা নয়, অবিরাম
শুধাবে শুধু সুখ স্মৃতির টুকরো যত।
(দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে স্ত্রী ও ছোট্ট দু’টি শিশু সন্তানকে জগতে রেখে
মাত্র ৪৬ বছর বয়সে জীবনের প্রতি অভিমানী হয়ে বিদায় নেয়া ভাই মৃদুল কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে।
একটা সময় জীবন আমাদের খুব কাছাকাছি নিয়ে এসেছিলো! ভাল থেকো।)
রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
১১ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।