নিকষ শুন্যতা আমায় পিছু ধাওয়া করে
কষ্টের পেয়ালা থেকে ছলকে পড়া নীলে
শুরু হয় অতল গহ্বরে যাত্রা নিরন্তর,
যেখানে কোন সুরের মূর্ছনা ওঠেনা।
নিকষ শুন্যতা আমায় পিছু ধাওয়া করে
অভিমানের তীব্র তেজে বেআব্রু স্পর্শে
শুরু হয় অস্থিরতার ঘূর্ণায়মান চক্রবুহ্য,
যেখানে স্বপ্নগুলো রামধনু আঁকেনা।
নিকষ শুন্যতা আমায় পিছু ধাওয়া করে
মানবিক ঘৃনার পুঁতিগন্ধময় স্তুপের পরতে
শুরু হয় কালো স্বপ্নের ভয়াল রাত্রি,
যেখানে দীপকের রশ্মি নেত্র জ্বলেনা।
নিকষ শুন্যতা আমায় পিছু ধাওয়া করে
ক্রোধের অগ্নিতে ভস্মিভূত হৃদযন্ত্র বয়ে
শুরু হয় অনিশেষ রক্তধারার শেষ স্রোত,
যেখানে ছুঁয়ে দেয়া মমতার প্রলেপ পড়েনা।