ধীরে বাজে দূরে, অবিরাম সুরে
ছন্দময় তালে জীবনের গান,
বিষাদ সুর ভুলে, প্রাণের ঢেউ তুলে
বেঁচে থাকার তরে~ আহ্বান।
আহ্বান~ সে আহ্বান শুনতে পাচ্ছো কি?
তবে দ্বার বেঁধে ঘরে~ এখনো করছো কি?
পথে নেমে দেখো, হৃদয় চোখ মেলো
দেখ আকাশ সেজেছে কত নীলে,
অশ্রু চোখে যত, এখন মুছে ফেলো
উড়ে যাও পাখিদের সাথে মিশে।
আহ্বান~ সে আহ্বান শুনতে পাচ্ছো কি?
তবে দ্বার বেঁধে ঘরে~ এখনো করছো কি?
অনুভবে ভাবো, দুহাত মেলে দিয়ে
দেখ জীবনের হাওয়া ছুঁয়ে যায়,
কষ্ট ব্যথা যত, সব ফেলে গিয়ে
ভেসে যাও যেখানে আনন্দ স্রোত বয়।
আহ্বান~ সে আহ্বান শুনতে পাচ্ছো কি?
তবে দ্বার বেঁধে ঘরে~ এখনো করছো কি?
রাতটাকে বোঝো, ছুঁয়ে দিয়ে দেখো
জ্যোছনার গালিচায় ভেসে চলো,
অভিমান ভুলে, নতুন সুর শেখো
হৃদয় ছুঁয়ে দিয়ে আবার সুর তোলো।
আহ্বান~ সে আহ্বান শুনতে পাচ্ছো কি?
তবে দ্বার বেঁধে ঘরে~ এখনো করছো কি?