এখনো ভোর আসে আগের মত
প্রাণের প্রথম স্পর্শ চুম্বনে,
বাতাসে কাঁপন জাগে পল্লবে
প্রথম প্রেমসিক্ত তরুণী যেন।
এখনো অবিরাম সেই ছুটে চলা
সমুদ্রের উচ্ছল ঢেউয়ের মত,
নীলাকাশে যাযাবর বিরহী মেঘ
ছবি হয় কবির কথার রং তুলিতে।
তবু ভালবাসা প্রবাসী নিত্য অভিমানে
শূন্যতার নীল চাদরে আড়াল ,
কথার প্রগলভতা হয়েছে প্রাক্তন
অদৃশ্য দেয়ালের দুপাশে দুটো হাত!
জীবন এখানে ধূসরতার আলোয়ানে
লুকায়িত~ একাকীত্বের তীব্র আঘাতে,
সমুদ্র গভীরের মত শব্দহীনতার চাপে
প্রাণস্পর্শ হারিয়ে গ্রিনহাইজ হৃদয়।
থেমে থাকা পৃথিবীর অথর্ব আগামী
মাটির ঘরে শেষ যাত্রার প্রতীক্ষায়,
এখনো স্বপ্ন দেখে নতুন ভোরের,
পেঁজা তুলোর, নীড় ছাড়া পাখির!